নারায়ণগঞ্জে শেখ হাসিনা অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকালে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণে জেলার চারটি স্কুলের মেয়েদের মধ্য থেকে বাছাই করে ১৫ জন নারী ক্রিকেটারকে প্রশিক্ষণ প্রদান করেছেন ক্রিকেট কোচ মাকসুদ উল আলম। সহযোগী কোচ হিসেবে কাজ করেছেন শামসুল আলম।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আনজুমান আরা আকসির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদিকা হাজেরা খাতুন, সদস্য আয়েশা খাতুন, ময়না বেগম ও ক্রিকেট কোচ প্রান্ত মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :