News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে : সাগর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০৭:৩১ পিএম খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে : সাগর

বন্দরে মদনগঞ্জ উত্তরপাড়া এ্যাডভাঞ্চার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নাসিক ১৯নং ওয়ার্ড নদীরপাড় পার্কের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী সোনাকান্দা রয়েল ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মদনগঞ্জ এ্যাডভাঞ্চার ক্লাব।

এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফয়সাল মো. সাগর।  এসময় তিনি বলেন,  খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। যারা খেলাধুলা করে তাদের মধ্যে অন্যায় কাজ করার প্রবণতা কমে। মাদক ও বাজে নেশা থেকে মুক্ত থাকে। এর মাধ্যমে শরীর চর্চা হয় এবং মানুষকে সুস্থ রাখে। প্রতিটি ছেলে মেয়েরই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত।

এসময় আরো উপস্থিত ছিলেন মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তফা খান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ আনোয়ার তুষার, ফারুক চৌধুরী, সদস্য আক্তার সরদার মোহাম্মদ লিটন, বাবুল মিয়া প্রমুখ।
যুবলীগ নেতা মানিক মাহমুদের সঞ্চালনায় খেলাটি সকলের সুন্দরভাবে উপভোগ করেন সবাই।

Islams Group
Islam's Group