News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

‘সতীর্থ’২০০১ প্রিমিয়ার লীগ সিজন-৩ চ্যাম্পিয়ন রয়েল স্ট্রাইকারস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৭:৩৬ পিএম ‘সতীর্থ’২০০১ প্রিমিয়ার লীগ সিজন-৩ চ্যাম্পিয়ন রয়েল স্ট্রাইকারস

শুক্রবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরস্থ সোনাকান্দা হাটের মাঠে নারায়ণগঞ্জ হাই স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সংগঠন সতীর্থ-’০১ এর আয়োজনে সতীর্থ’০১ প্রিমিয়ার লীগ (ঝচখ) এর ৩য় সিজনের দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ হাই স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে নিলামের মাধ্যম ৪টি দল গঠিত হয়। দলগুলো- দামাল ছেলে, মুক্ত বিহঙ্গ, রয়েল স্ট্রাইকারস ও দ্যা গ্লোরিয়াস স্পোর্ট টিম। ঘরোয়া লীগ পদ্ধতিতে ৪টি দলের মধ্যে ৬টি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটি পরিচালিত হয়।

রয়েল স্ট্রাইকারস ও মুক্ত বিহঙ্গ দুটি দল কোয়ালিফাইড হয়ে ফাইনাল ম্যাচ খেলে এবং রয়েল স্ট্রাইকারস চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টটিতে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়-ধ্রুব দত্ত, সেরা বোলার নির্বাচত হয় ডা. আনিস, সেরা ফিল্ডার মামুন এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় ডা. আনিস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতার্থ’০১ সভাপতি ওমর ফারুক চ্যাম্পিয়ন দল রয়েল স্ট্রাইকারসের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন। এছাড়াও অন্যান্য ক্যাটাগরীতে নির্বাচিত সকলের হাতে স্মারক ট্রফি ও সকলকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

সভাপতি তার সমাপনী বক্তব্যে মাঠে উপস্থিত সকল দলের সদস্য ও কার্যকরী কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজনটিকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য।

Islams Group
Islam's Group