বন্দরে মরহুম পিয়ার মোহাম্মদ মাস্টার সাহেব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে আলীনগর বড় মসজিদ সংলগ্ন হাজী আব্দুল জাব্বার ইদগাহ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। আলীনগর ওলেল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের মধ্যে শিরোপা তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, আলীনগর ওয়েল ফেয়ার এসোসিয়েশন প্রধান উপদেষ্টা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি. এ মাসুদ ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আরমান ও রোটারিয়ান তাসবিহ হোসাইন।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল বলেন, আমরাও এক সময় খেলাধুলা করেছি। সে বিষয়ে অনেক স্মৃতি আছে। আজকে এখানেও চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শিত হয়েছে। ২-১ গোলের ফলাফল হয়েছে। আশাকরি আপনাদের আলী নগরে সামনে আরও অনেক খেলা হবে। আমাকে দাওয়াত করবেন আমি আসবো। তবে এই এলাকার তরুণদের বলতে চাই মাদককে প্রতিরোধ করতে হবে। খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে।
ফাইনাল খেলার উদ্বোধক কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলীনগর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বি.এ মাসুদ বলেন, আমি গ্রামে এসেছি থাকার জন্য। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আপনাদের ভালোবাসা পেতে চাই। আমার সামর্থ যা আছে সেটা দিয়ে কিছু করতে চাই। আমার একটাই লক্ষ্য সেটা হচ্ছে সংস্কৃতি, খেলাধুলা আর শিক্ষা। আমি আমার পিতার নামে একটা ফাউন্ডেশন করেছি। এই ফাউন্ডেশন থেকে এই এলাকা যতো মেধাবী ছাত্র-ছাত্রী আছে তাদের যদি পশাশোনার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়, আমার কাছে আসবেন আমি দেবো। আমরা এই মাঠে সারা বছর যাতে খেলাধুলা করতে পারি সেই ব্যবস্থা করবো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম আরমান বলেন, খুব চমৎকার খেলা অনুষ্ঠিত হয়েছে। আজকে তরুণরা খেলাধুলা করলে তাদের মন-মানসিকতা ভালো থাকবে। মেধা বিকাশেও খেলাধুলার বিকল্প নেই। আমরা চেষ্টা করবো সব সময় এভাবে শিশু কিশোরদের জন্য খেলার আয়োজন করতে।
আপনার মতামত লিখুন :