News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৫:৩৩ পিএম নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

গত শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ ক্লাব লিঃ প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ক্লাবের অন্যতম পরিচালক মো. সাইফুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন টেনিস উপ-কমিটি’র আহ্বায়ক ও ক্লাবের সহ-সভাপতি মো. ইদীআমীন ইব্রাহিম খলিল। পরবর্তীতে প্রতিযোগিতার শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ও ক্লাবের প্রাক্তন সভাপতি খবির আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ক্লাব প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ সকলের সহযোগিতা কামনাসহ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাবসহ ১৮টি ক্লাবের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতা ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালনা পর্ষদ সদস্য এম. শামীন রেজা, হাজী মো. তাসলিমুদ্দিন খান (শিশু), হারুন-অর-রশিদ সামাদ, মো. দুলাল মল্লিকসহ টেনিস উপ-কমিটির সহযোগী আহ্বায়ক মো. আসলাম, উপ-কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক ক্লাব সদস্য, সদস্যপরিবার, অতিথিবিৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করেন।

Islams Group
Islam's Group