News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ১১:১৮ পিএম নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট

নারায়ণগঞ্জ-৯৯ ব্যাচের স্পোর্টস ক্লাবের আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত খানপুর মোহসীন ক্লাব মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

নকআউট পদ্ধতিতে ৪টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এর মধ্যে একটি দল রানার্স আপ ও আরেকটি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সেই সাথে তাদের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জ-৯৯ ব্যাচের সকল সদস্যের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টকে কেন্দ্র করে উপস্থিত সকল সদস্যরা একে অপরের সাথে হাশি-খুশিতে মেতে উঠেন। দীর্ঘদিন পর তারা একসাথে হয়ে একে অপরের সাথে নানা বিষয় নিয়ে খোশগল্পে মেতে উঠেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের ডা. সাব্বির আহমেদ ও সদস্য সচিব সিরাজুস সালেকীন সৈকত, উপদেষ্টা মন্ডলীর সদস্য তনু, কাউসার, সানী, আরাফাত, জুম্মন, লিটু ও সুজনসহ অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের সদস্য সচিব সিরাজুস সালেকীন সৈকত বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমাদের টুর্নামেন্টটি সম্পন্ন হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থেকে সমর্থন ও সহযোগিতা করার জন্য। এভাবে সকলেই পাশে থাকলে আগামীতে আরও বড় করে আয়োজন করতে পারবো।

নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের আহবায়ক ডা. সাব্বির আহমেদ বলেন, নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে চমক দিয়ে আসছে। তারা বন্ধুদের মিলনমেলা করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমি নারায়ণগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

Islams Group
Islam's Group