News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

স্বপন নাসিরে ঘুরে দাঁড়াবে ফুটবল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ১০:২৯ পিএম স্বপন নাসিরে ঘুরে দাঁড়াবে ফুটবল

নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের করুণ দশার খবর সবারই জানা। জেলার এই ক্রীড়া সংগঠনের নেতাদের বর্থতার জন্যই নাকি আজ বিপর্যস্ত স্থানীয় ফুটবল অঙ্গন। তবে নতুন নেতৃত্বে এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সংগঠনটি।

গত ৫ জুলাই নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ২০২৩-২০২৭ কার্যকরী পরিষদের নির্বাচনের বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন স্বপন-নাসীর প্যানেল। তাদের কমিটিতে সভাপতি হয়েছেন মোহসীন ক্লাবের শহীদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক হয়েছেন খোরশেদ আলম নাসীর। আর এই কমিটিকে নিয়ে এবার আশাবাদী নারায়ণগঞ্জের ফুটবলের সাথে জড়িত ব্যক্তিরা।

জেলা ফুটবল এসোসিয়েশনের ২০২৩-২০২৭ কার্যকরী কমিটির নেতারা (স্বপন-নাসীর প্যানেল) হলেন সভাপতি শহীদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসীর, সহ-সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, মেহবুবুল হক তালুকদার টগর, কোষাদক্ষ্য মোহাম্মদ রবিউল হোসেন, সদস্য তানভীর আহম্মেদ টিটু, গোলাম গাউস, নেয়ামতউল্লাহ মিয়া, মোস্তফা কাউসার, মোহাম্মদ জসিমউদ্দীন, জাকির হোসেন, আঞ্জুমান আরা, রেজাউল করিম লিটন, মাহমুদ হোসাইন সুজন। এর আগের কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন তানভীর আহম্মেদ টিটু।

বর্তমান কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ইষ্টার্ন ফুটবল ক্লাবের প্রতিনিধি আলী রেজা উজ্জল বলেন, ‘আমাদের ফুটবল অনেক পিছিয়ে গেছে। এর জন্য সকলেই কম বেশি দায়ী। তবে নতুন যেই কমিটি হয়েছে এটা নিয়ে আমরা আশাবাদী। তাদের সুযোগ দিতে হবে। তারা অবশ্যই পারবে।’

প্রকাশ ক্লাবের প্রতিনিধি রজ্জব আলী বলেন, ‘আমারা স্বপন ভাইকে নিয়ে আশাবাদী। তিনি নারায়ণগঞ্জের সন্তান এবং ভালো মানুষ। আশা করি তার হাত ধরে ফুটবল এগিয়ে যাবে। অতীতে যা হয়েছে সব ভুলে যেতে চাই।’

জানতে চাইলে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসীর বলেন, ‘স্থানীয় পর্যায়ে ফুটবল লীগ বন্ধ থাকার পাশাপাশি আমাদের অনেক সংকট রয়েছে। এসবের কারণে আমাদের ফুটবলের অনেক ক্ষতি হচ্ছে ও অতীতেও হয়েছে। তবে এবার আমারা ঘুরে দাঁড়াবো। নতুন কমিটিতে সকলেই যোগ্য। আমরা সকলে নারায়ণগঞ্জের ফুটবলের জন্য এবার কিছু করতে চাই।’

সভাপতি শহীদ হোসেন স্বপন বলেন, ‘আমি সভাপতি হলেই হবে না। আমার যেসব সুযোগ সুবিধা প্রয়োজন তা জেলা ক্রীড়া সংস্থাকে দিতে হবে। আমাদের খেলার মাঠ নেই। যেই মাঠ আছে সেখানে খেলা হলে ড্রেসিংরুম থাকে না, ওয়াশরুম থাকে না। আরো অনেক সমস্যা আছে। আমি এখন একটু দেশের বাহিরে আছি। দেশে এসে সবার আগে স্থানীয় ফুটবলারদের যেসব মৌলিক চাহিদা রয়েছে তা পূরণের চেষ্টা করবো। আমি নারায়ণগঞ্জের ফুটবলকে এগিয়ে নিতে সবার সাহায্য চাই।’

Islams Group
Islam's Group