আরপিএসইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে মিনি ক্রিকেট টুর্নামেন্ট সিপিএল-২০২৩। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ডিবাগ ডোমিনেটরস।
কনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় ফিতা কেটে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের অভিষেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডিবাগ ডমিনেটর ও গেম হ্যাকার। দিনভর টুর্নামেন্টে ডিবাগ ডোমিনেটরস চ্যাম্পিয়ন এবং গেম হ্যাকার রানার আপ হয়। এছাড়াও ২য় রানার্সআপ হয় সিএসই বাগ হান্টারস।
টুর্নামেন্টে সেরা অধিনায়ক নির্বাচিত হয় আব্দুল আহাদ, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও সেরা খেলোয়াড় জালাল উদ্দীন আহাদ এবং ম্যান অফ দ্য ম্যাচ অর্জন করেন তামজিদ রায়হান। এছাড়াও প্রতিটি ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ প্রদান করা হয়।
উক্ত টুর্নামেন্টটির প্রধান উপদেষ্টা ছিলেন বিভাগীয় প্রধান ড. কিংকর প্রসাদ ঘোষ। টুর্নামেন্টের তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. আসাদুজ্জামান।
আপনার মতামত লিখুন :