News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

খেলার জন্য সেলিম ওসমানের ৩০ লাখ টাকা বরাদ্দ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৭:১৫ পিএম খেলার জন্য সেলিম ওসমানের ৩০ লাখ টাকা বরাদ্দ

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ভবিষ্যৎ প্রজন্মমে সঠিক পথে রাখার জন্য নানা কার্যক্রম পরিচালনা করে থাকেন। নানা উদ্যোগ নিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মকে খেলায় মনযোগী করার জন্য ৩০ লাখ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। সেই সাথে একজন খেলোয়ারের দায়িত্ব নিয়েছেন সেলিম ওসমান। যিনি বন্দরের বিভিন্ন খেলাধুলার আয়োজন করবেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) শেখ রাসেল ক্রীড়া একাডেমী টি টেন মোটরসাইকেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বন্দরের বারপাড়া শেখ রাসেল ক্রীড়া একাডেমী ও বটতলা এশিয়ান সংগঠনের পরিচালনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম ওসমান।

তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠে নাসিম ওসমান গোল্ডকাপ খেলার আয়োজন করা হোক। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। যেভাবে পারি আমাকে যদি বলো ফুটবল এবং ক্রিকেট খেলবো। নভেম্বরের মধ্যে আয়োজন করতে হবে। এই দুইটা খেলার জন্য আমার ২০ লাখ টাকা বরাদ্দ থাকবে।

তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের একটা স্টেডিয়াম পাওনা রয়েছে। প্রায় ৬ বিঘার মতো জায়গা প্রয়োজন। এই জায়গা এখনও জোগার করতে পারি নাই। সরকার যদি কোনো পার্সনাল জায়গায় স্টেডিয়াম করার সুযোগ দেন তাহলে হাবিবের বাবার নামে স্টেডিয়াম হবে। অ্যাকওয়ার করে জায়গা বেশি দামে কিনে নেয়া হবে। হাবিবের যদি কোনো ইচ্ছা থাকলে সেটা বলতে পারে। খেলা শুরু হোক খেলা যেন শেষ না হয়। আগামী সপ্তাহ থেকে যেন খেলা শুরু হয়। ক্রিকেট এবং ফুটবল উভয় খেলা হবে। চেয়ারম্যানকে বলবো বিদ্যুত অফিসের সাথে যোগাযোগ করে মাঠের উপর বিদ্যুতের তারটাকে ঘুরিয়ে দেয়ার জন্য। বন্দরেও ভালো মানুষ আছে। এরকম ভালো মানুষ থাকলে ভবিষ্যৎ কখনও অন্যদিকে যাবে না।

সেলিম ওসমান ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হওয়া তুলা সাগরকে ডেকে নিয়ে তার পরিচয় জানতে চান। যখন তিনি শুনেন তুলা সাগরের বাবা মা নেই। তখন সেলিম ওসমান বলেন, আমি যতক্ষণ বেঁচে আছি আমি ওর বাবা। আগামী দুই বছরের জন্য উইজডম অ্যাটায়ার্স থেকে বন্দরের খেলা উদযাপনের জন্য ব্যবস্থা করবে। আমার কোম্পানী থেকে ২০ হাজার টাকা স্যালারি দিবো। আগামী অক্টোবর থেকে তার স্যালারি উঠবে। বন্দরের ছেলেমেয়েরা যেন খেলাধুলায় উৎসাহিত হয়।

তিনি আরও বলেন, খেলার দিনে সবাই উপস্থিত থাকবেন। আরেকটা খেলার যদি ব্যবস্থা করতে পারেন সেটার জন্য ১০ লাখ টাকা দিবো। সেটা হলো মেয়েদের খেলায় নামাতে হবে। সেদিন মাঠে কোনো পুরুষ মানুষ আসতে পারবে না। আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহর কাছে চাইবো প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকেন। আগামীতে যেন আবার ক্ষমতায় আসতে পারেন।

Islams Group
Islam's Group