বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আবদুল্লাহ পারভেজ, জাকির হোসেন, জুবায়ের নিপু, সুজন, লিটন, আমানউল্লাহ আমানের উপস্থিতিতে বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার (৬ আগস্ট) বিকালে দ্বিগু বাবুর বাজার অগ্রণী ব্যাংক মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে দশম শ্রেণির ‘ক’ শাখা ‘গ’ শাখাকে এক গোলে পরাজিত করে।
মোট ১৬টি শ্রেণি দল অংশগ্রহণ করছে। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, ট্রাস্ট সদস্য আফজাল হোসেন পন্টি, নবনীত সাহা, অ্যাডভোকেট নবী হোসেন, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।
এসময় দেশের সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা বলেন, সারা বিশ্বে যখন ফুটবল এগিয়ে যাচ্ছে তখন আমাদের বাংলাদেশ ফুটবলে পিছিয়ে পড়ছে। এজন্য তারা স্কুলগুলোতে ফুটবল খেলার সুযোগ বাড়ানোর আহবান জানিয়ে বলেন, স্কুল পর্যায়ে যদি ফুটবলকে জনপ্রিয় করা না যায় তাহলে আমাদের নতুন খেলোয়াড় তৈরি হবে না। জনপ্রিয় ফুটবল খেলায় আমরা পিছিয়ে পড়বো।
আপনার মতামত লিখুন :