News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

সড়ক প্রশস্তের নামে সংকুচিত হলো স্কুলের খেলার মাঠ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ১১:১০ পিএম সড়ক প্রশস্তের নামে সংকুচিত হলো স্কুলের খেলার মাঠ

আশেপাশের ভবন মালিকদের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। যে কারণে সড়ক প্রশস্ত করার নামে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭১নং উত্তর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংকুচিত করা হয়েছে। অথচ স্কুলটির আশেপাশের কোন ভবন মালিক সড়ক ও ড্রেনের জন্য জায়গা ছাড়েনি। যে কারণে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার ইসদাইরে অবস্থিত ৭১নং উত্তর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি ওই এলাকার সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের জন্য সংকুচিত করা হয়েছে। খেলার মাঠটি পাশে ৫ ফুট করে লম্বায় অন্তত কয়েকশ’ ফুট সংকুচিত করা হয়েছে। স্কুলটিতে পূর্বে যে দেয়াল ছিল বর্তমানে তার থেকে ৫ ফুট ছেড়ে দেয়াল নির্মাণ করা হচ্ছে। ওই দেয়াল ঘেষে আবার ড্রেন নির্মাণ করা হবে। এতে করে স্কুলটির মাঠটির কমপক্ষে ৫ শতাংশ জমি রাস্তা প্রশস্তকরণে চলে গেছে। তবে স্কুলটির আশেপাশের কোন ভবন মালিকই সড়কটি প্রশস্তকরণের জন্য জায়গা ছাড়েননি বলে জানা গেছে। যে কারণে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন আশেপাশের ভবন মালিকরা প্রভাবশালী ব্যক্তি। স্কুলটিও পরিচালনা হচ্ছে তাদের অধীনেই। যে কারণে তারা যেমন খুশি করছেন। নিজেদের সুবিধার জন্য স্কুলের মাঠ সংকুচিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অধিবাসীরা জানান, সড়কটি সরু হওয়ায় আশেপাশের ভবনের মালিকদের গাড়ি ঘোরাতে অসুবিধা হয়। যে কারণে তারা স্কুলটির খেলার মাঠ সংকুচিত করে সড়ক প্রশস্ত করেছেন। অথচ ভবন মালিকদের কেউই সড়ক ও ড্রেনের জন্য জায়গা ছাড়েনি।

এ বিষয়ে জানতে স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি তৌফিকুর রহমান ও স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ইতি এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Islams Group
Islam's Group