ব্যাচভিত্তিক ক্রিকেট কার্নিভাল Battle of Batches Cricket Carnival-2023 এ চ্যাম্পিয়ন হয়েছে ২০০১ ব্যাচ। শুক্রবার (১৬ জুন) ফতুল্লার আলীগঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে দিনব্যাপী টি টেন ক্রিকেট কার্নিভালে অংশ নেয় এস.এস.সি ব্যাচ ১৯৯৭, ১৯৯৯, ২০০০ ও ২০০১।
দিনব্যাপী খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ক্রিকেটার এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান।
কাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ৯৯ ব্যাচের ব্যাটাররা ১০ ওভারে ৯৩ রান সংগ্রহ করে। ২০০১ ব্যাচের ব্যাটাররা ৯ ওভারে ৫ উইকেটে ৯৪ রান করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম্যান অব দি ম্যাচ হয়েছে ২০০১ ব্যাচের আলআমিন।
প্লেট ফাইনালে প্রথমে ব্যাট করতে ৯৭ ব্যাচের ব্যাটাররা ১০৯ রান সংগ্রহ করে। পরে ২০০০ ব্যাচের ব্যাটাররা ৬ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। ম্যান অব দি ম্যাচ হয়েছে ইয়াসির।
আপনার মতামত লিখুন :