News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

মেয়রকে ধন্যবাদ জানালেন সুফিয়ান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৭:২৯ পিএম মেয়রকে ধন্যবাদ জানালেন সুফিয়ান

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিটি মানুষের অন্তরে রয়েছে। আমরা তাকে শুধু মুখে নয়, বুকেও মধ্যে থাকুক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম। আমরা বড় অভাগা জাতি এমন বিশ্বনেতাকে স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় সপরিবারে হত্যা করা হয়েছিল। পাকিস্তানিরা তাকে হত্যা করতে সাহস করেনি, স্বাধীন দেশে সেই বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়েছিল। কলঙ্ক তো এখানেই শেষ নয়! সভ্য দুনিয়ার যে কোনো খুনের বিচার হয়। আর বাংলাদেশে সেই খুনিদের পুরস্কৃত করা হয়েছে। প্রশ্ন উঠতে পারে বঙ্গবন্ধুর আদর্শ কী? আমি তো বলি, বঙ্গবন্ধুর আদর্শ মানে তার দেশপ্রেম, তার অপোসহীনতা, তার সততা, সব সময় মানুষের কথা ভাবা, মানুষের জন্য অসীম ভালোবাসা।

তিনি আরো বলেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আজ রাতে তারাবিহের নামাজের মধ্য দিয়ে এই মাস শুরু করবো। পাশাপাশি এটা এমন একটি মাস যে মাসে জাতির জনকের ভাষণ যে মাসে শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বাঙালি জন্মগ্রহণ করেন। আমি সকলকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। যুবকদের নিয়ে আমরা যেন আরও বেশি এমন খেলাধুলার আয়োজন করতে পারি। তাহলেই আমরা মাদকের সমস্যা সমাধান করতে পারবো। এই মাঠটি আমাদের সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নির্মাণ করে দিয়েছেন। এই হার্ট মাঠটি আগে ডোবা নালা ছিল, এ এলাকা ও আশেপাশে এলাকা মানুষ এখানে ময়লা ফেলতো। এখন এখানে বিভিন্ন সংগঠন ও এলাকার ছেলেরা খেলায় মেতে উঠে। শুধু এই হার্ট মাঠ আরও বেশ কয়েকটি মাঠ তিনি তৈরি করে দিয়েছেন। এভাবে মাঠ তৈরি করে দিয়ে আমাদের খেলাধুলার সুযোগ করে দেয়ায় আমি মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি।

বৃহস্পতিবার ২৩ মার্চ বিকালে সোনাকান্দা হার্ট মাঠে সোনাকান্দা কে.এন.সেন রোড ও সোনা বিবি রোড যুব সমাজের উদ্যোগে ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাসিক ২০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ২১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বাংলাদেশ নৌ-বাহিনী ডর্কইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ফরহাদ, সাবেক জাতীয় ফুটবলার আমান উল্লাহ আমান, সালাউদ্দিন ভূইয়া, রফিকুল ইসলাম রূপক প্রমুখ।

ফাইনাল খেলায় তেতুইতলা একাদশ এক গোলে হারিয়ে শিরোপা ট্রফি জয়ী হন এস কে এগ্রো। পরে তাদের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

Islams Group
Islam's Group