News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

বন্দরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৯:৩৮ পিএম বন্দরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বন্দরে সেনপাড়া যুব সমাজের উদ্যোগে শাহাদাৎ হোসেন স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাত ৯টায় কলাগাছিয়া ইউনিয়ন সেনপাড়া বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন।

পুরস্কার বিতরণ পূর্বে যুবকদের উদ্দেশ্যে হাজী মাঈনউদ্দিন বলেন, খেলাধুলা সব সময় মনকে চাঞ্চল্য রাখে। শরীর ও মন দুটোই ভালো রাখে। যুবকরা তোমরা সব সময় খেলাধুলায় মগ্ন থাকবে। আমি কলাগাছিয়াবাসীর পাশে সব সময় আছি।

কলাগাছিয়া ১নং মাধবপাশা বড় জামে মসজিদের কোষাধ্যক্ষ, সমাজ সেবক সেলিম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আব্দুস ছামাদ, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, আব্বাস উদ্দিন, নুর ইসলাম, হাজী সোহেল, শাহীন ভূঁইয়া, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা সাব্বির আহাম্মদ, শামিম আহাম্মদ, সানি, আশরাফুল, নাইম, মিজানুর, মিহাদ, সাইফুল, রাহিম প্রমুখ।

Islams Group
Islam's Group