News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

আমলাপাড়া অলস্টার ক্রিকেট টুর্নামেন্ট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৭:০০ পিএম আমলাপাড়া অলস্টার ক্রিকেট টুর্নামেন্ট

উৎসবমুখর পরিবেশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমলাপাড়া আলস্টার ক্রিকেট টুর্নামেন্ট -২০২২-২৩ সিজন-৫ (ডে-নাইট) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা রাত ১২টায় শেষ হয়। খেলা শেষ আতশবাজির ঝলকানিতে নানান রংয়ে আলোকিত হয়ে ওঠে আমলাপাড়া। বর্ণিল সাজে সজ্জিত করা হয় আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠ।

আমলাপাড়া ভাই ব্রার্দাস বনাম আমলাপাড়া থান্ডার কিংসের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৮ ওভারের টুর্নামেন্টে প্রতি দলে ৮ জন করে মোট ১০টি দল অংশ নেয়। এলাকার প্রচুরসংখ্যক শিশু-কিশোর, নারী-পুরুষ ফাইনাল খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলায় আমলাপাড়া থান্ডার কিংস ৩৪ রান সংগ্রহ করে আমলাপাড়া ভাই ব্রার্দাসকে ৩৫ রানের টার্গেট দেয়। আমলাপাড়া ভাই ব্রার্দাস ৬ উইকেটে জয়ী হয়। শ্রেষ্ট বলার নিবির, ম্যান আব দ্যা টুর্নামেন্ট হিমেল নির্বাচিত হয়।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েতের সাধারণ সম্পাদক হানিফ সরদার। রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি হানিফ সরদার।

প্রধান অতিথি বক্তব্যে হানিফ সরদার বলনে, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আগামী প্রজন্মকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত সকল সময় ভালো কাজের পক্ষে আছে এবং থাকবে। যুবসমাজকে আমরা খেলাধুলার ক্ষেত্রে অতীতের মতো আগামীতেও সহযোগিতা করে যাবো।

Islams Group
Islam's Group