নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব সেনার কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৫ নভেম্বর রাতে নগরীর বঙ্গবন্ধু সড়কের আহলে সুন্নাত কার্যালয়ে কাউন্সিল জেলা আহবায়ক মুহাম্মদ হাসান কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা শাহ মহিউদ্দিন হামেদী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যুবসেনার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম) মুহাম্মদ মাসুদ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোঃ আবু সাঈদ কাদেরী।
প্রথম অধিবেশনে যুব সেনা কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম জিহাদ, সদর থানা প্রতিনিধি সাদ্দাম হোসেন সানী, বন্দর থানা প্রতিনিধি জহিরুল হাসান খান মুন্না, সোনারগাঁ থানা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, রূপগঞ্জ থানা প্রতিনিধি আবু সুফিয়ান তাহেরী,আড়াইহাজার থানা প্রতিনিধি বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জ জেলা যুবসেনার কাউন্সিলে নেতৃবৃন্দ ৪১ সদস্যের কার্যকরী পূণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি মুহাম্মদ হাসান কাদেরী,সাধারন সম্পাদক মুহাম্মদ আল মিরাজ, সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা সবুজসহ ৪১জনকে দায়িত্ব প্রদান করা হয়।
যুবসেনার নেতৃবৃন্দ বলেন, সারা দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে দেশ ও জাতির স্বার্থে যুবকদের কাজ করতে হবে। ঘর থেকে বেরিয়ে যুবসেনার সকলকে রাজপথমুখী হতে হবে। ইসলামী সমাজ ব্যবস্হা কায়েমে তৎপর থাকতে হবে। তা না হলে দেশের অস্তিত্ব এবং সামাজিকতা বিপন্ন হবে।যুব সেনার সকলকে মুরুব্বী এবং ছাত্রদের দায়িত্বও নিতে হবে।তাহলেই দেশে সত্য ও ন্যায়ের ঝান্ডা উড়বে।
আপনার মতামত লিখুন :