News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১৪ আশ্বিন ১৪২৯

খানপুর হাসপাতাল রোডে ঈদ জামাত অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: জুলাই ১৬, ২০২২, ১০:১৮ পিএম খানপুর হাসপাতাল রোডে ঈদ জামাত অনুষ্ঠিত

আল্লাহর দরবারে প্রার্থনার মধ্যে দিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে খানপুর হাসপাতাল রোডে প্রতিবারের মতো এবারও বৃহৎ পবিত্র ঈদ-উল আযহা’র নামাজের জামাত অনুষ্টিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন খানপুর দারুস সালাম এতিম খানার প্রিন্সিপাল মো. আল-আমিন। ২য় ঈদ জামাত অনুষ্টিত হয় সকাল ৮.৩০ টায়। এতে ইমামতী করেন খানপুর ব্রাঞ্চরোড জামে মসজিদের ইমাম মোখলেসুর রহমান। নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিশেষ বয়ান পেশ করেন মাওলানা আল-আমিন।

খানপুর ইসলামী কাফেলার সাধারণ সম্পাদক সামছুজ্জামান ভাষানী ও ঈদ জামাত কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জাহাঙ্গীর কবির পোকন নামাজ শেষে আগত মুসল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া সুষ্টুভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ায় তারা সবাইকে অভিনন্দন জানান।

ইসলামী কাফেলার পরিচালনায় বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় ছিলেন খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, আঞ্জুমান তাহফুজ ইসলাম, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ, সহ খানপুর সমাজ কল্যান সংস্থা, খানপুর জন কল্যাণ ও আমরা খানপুরবাসী।   

ঈদ জামাত পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান সরদার, মো: জাহাঙ্গীর কবির পোকন, হাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগির কবির বকুল, মো: সহিদ হোসেন স্বপন, মো: জসিমউদ্দিন, মো: সেলিম খান, মো: আসলাম, মাহবুর রহমান মারুফ, মো. পলু, সেন্টু, মো: ইকবাল, মো: সোহেল, হাজী নিজাম উদ্দিন, ইছালউদ্দিন, আমির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Islams Group
Islam's Group