News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১৪ আশ্বিন ১৪২৯

রক্তের বিনিময়ে ইসলাম আসবে : আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিটি করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ৯, ২০২২, ০৮:১৩ পিএম রক্তের বিনিময়ে ইসলাম আসবে : আব্দুল আউয়াল

হেফাজতে ইসলামের আমীর ও ডিআইটি জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেন, ইসলাম এমনি আসবে না। রক্তের বিনিময়ে ইসলাম আসবে। আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য মুসলমানদের জন্য সর্ব জায়গায় আমাকে কোরবানির জন্য মনোভাবনা থাকা লাগবে। আমাদের জীবনটাও আল্লাহর জন্য কোরবানি দেয়ার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে জুম্মার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল বলেন, নেক আমলের জন্য আল্লাহপাক তৌফিক না দিলে মানুষ নিজের ক্ষমতাবলে করতে পারে না। বান্দা অন্তর থেকে নেক আমলের আগ্রহ পোষণ করবে আর আল্লাহ পাক তৌফিক দান করবেন। হাদীস শরীফে আছে বান্দার পক্ষ থেকে চালাতে হবে। পরিপূর্ণতা দানকারী হলেন আল্লাহ। এজন্য সকল কাজের জন্য সমস্ত নেক আমলগুলি আল্লাহ পাকের তৌফিক না হলে করতে পারবে না। এজন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে।

Islams Group
Islam's Group