News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১৪ আশ্বিন ১৪২৯

নারায়ণগঞ্জে ৯ দিনের রথযাত্রা মহোৎসব সমাপ্ত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিটি করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ৯, ২০২২, ০৬:৪২ পিএম নারায়ণগঞ্জে ৯ দিনের রথযাত্রা মহোৎসব সমাপ্ত

ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ৯দিন ব্যাপী অনুষ্ঠান আজ উল্টোরথ যাত্রার মাধ্যমে সমাপ্ত হয়েছে। যার জন্য ধর্মীয় উপাসনার মাধ্যমে দিনটি পালন করেন ভক্তরা।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শহরের নিতাইগঞ্জ এলাকায় শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মিন্দর প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা শুরু হয়। শহরের চাষাঢ়া গোল চত্বর ঘুরে পবিত্র রথ দেওভোগ এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির গিয়ে সমাপ্ত হয়।

সরেজমিনে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে হাজার হাজার ভক্ত এ শোভা যাত্রায় অংশ নেন। চারচাকা বিশিষ্ট রথটি ছিল রং বেরংয়ের কাপড়, নানা রংয়ের ফুল, ফুলের মালা আর বাহারি পাতা দিয়ে সাজানো। প্রায় ৩০ ফুট উঁচু এ রথ টেনে নিয়ে যান ধর্মপ্রাণ ভক্তরা।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, আষাঢ় মাসের তীথিতে জগন্নাথ ঠাকুর ভক্তকে দর্শন দিতে মন্দির থেকে রথে করে রাজপথে বের হয়ে আসেন। পরে তার মাসির বাড়িতে যান তখন শুরু হয় রথ যাত্রা। এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে ফিরে আসেন। মাসির বাড়ি থেকে জগন্নাথ ঠাকুরের ফিরে আসাই উল্টো রথ।’

শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, ‘ভক্তকে দর্শন দিতে এ দিনে ভগবান জগন্নথদেব রাস্তা নেমে আসেন। ভগবানের দর্শনের জীবনের পাপ মুক্ত হওয়া যায়। বাংলাদেশসহ পৃথিবীর ১২০টি দেশে এ রথযাত্রা উদযাপন করা হয়।’ 

প্রসঙ্গত, এর আগে গত ১ জুলাই দেওভোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে সবচেয়ে বড় এ রথযাত্রাটি  বের হয়ে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মিন্দরে গিয়ে শেষ হয়। শুরুর নয় দিনের মাথায় উল্টো রথযাত্রার মাধ্যমে একই পথে ফিরে আসে রথটি।’ 

Islams Group
Islam's Group