নারায়ণগঞ্জ শহরের সাহাপাড়া পূজামন্ডপ পরিদর্শনকালে কুশল বিনিময় করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং প্রয়াত এমপি নাসিম ওসমান পত্নী পারভীন ওসমান। ২৩ অক্টোবর সোমবার রাত পৌনে ৯ টায় সাহাপাড়া মন্ডপে আকস্মিক সাক্ষাৎ হয় আলোচিত এই দুই নেত্রীর।
এসময় প্রায় দশ মিনিট ধরে উভয়ে কুশল বিনিময় করেন ও পরিবারের খোঁজ খবর নেন। একে অপরকে শারদ শুভেচ্ছার পাশাপাশি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়ে আলাপ করেন। উভয়কেই বেশ হাসিখুশি দেখা যায় পুরোটা সময়জুড়ে। মন্ডপে উপস্থিত থাকা সাধারণ দর্শনার্থীরাও দুজনকে একসাথে পেয়ে উৎসুক দৃষ্টিতে তাদের আলাপচারিতা উপভোগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল। তিনি বলেন, ‘মণ্ডপ পরিদর্শনকালে হঠাৎ দুজনের দেখা হয়ে যায়। একই সাথে মন্ডপ দেখতে বের হওয়ায় দুজনের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিয়ম হয়। দুজন দুজনের পরিবারের খোঁজ খবর নেন।
একই বিষয়ে যুবলীগ নেতা শরীফ হীরা বলেন, ‘প্রায় দশ মিনিট দুজন সাক্ষাৎ করেছেন। আকস্মিক দেখা হয় দুজনার। সন্ধ্যা থেকেই মেয়র শহরের বলদেব মন্দির থেকে যাত্রা শুরু করে বিভিন্ন মন্ডপ ঘুরতে থাকেন। সাহাপাড়ায় উপস্থিত হলে দুজনের দেখা সাক্ষাৎ হয়।’
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবদুল কাদির, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সাবেক কাউন্সিলর কবির হোসেন, জাপা নেতা রিপন ভাওয়াল প্রমুখ।
প্রসঙ্গত এর আগেও এ দুইজনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। ওই সময়ে এ দুইজনকে একটি বিয়ের অনুষ্ঠানে কোলাকুলি করতে দেখা গেছে।
স্থানীয় রাজনীতিতে প্রায়শই ওসমান পরিবারের তীব্র বিষোদগার করে বক্তব্য দেন মেয়র আইভী। এছাড়া তিনি ত্বকী হত্যার বিচার দাবীতেও বেশ সোচ্চার। এ হত্যার পেছনে পারভীন ওসমানের ছেলে আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যরা।
আপনার মতামত লিখুন :