News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

পোড়া কাপড়ে সাজলো টানবাজারের পূজামণ্ডপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ১০:৫৮ পিএম পোড়া কাপড়ে সাজলো টানবাজারের পূজামণ্ডপ

চলতি বছরের ৪ এপিল দেশের পোশাক খাতের বৃহত্তম পাইকারি মার্কেট বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া কাপড়ে এবার সাজিয়ে তুলেছে নারায়ণগঞ্জ শহরের সাহাপাড়া পূজামণ্ডপ। আগুনে পুড়ে নিঃস্ব হওয়ার পর আগস্টের শুরুতে আবারো পুড়ে যাওয়া কাপড় নিয়ে খোলা আকাশের নিচে বিক্রি শুরু করে। ওই সময় দেশের বড় বড় সংগঠন ও জনসাধারণ কাপড় ক্রয় করে ব্যবসায়ীদের পাশে ছিলেন।

এবার নারায়ণগঞ্জে সাহাপাড়ায় সেই ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের কাপড় দিয়ে পূজামণ্ডপ সাজিয়ে আলোচিত হয়ে উঠছে। ইতোমধ্যে পূজামণ্ডপ বঙ্গবাজারের কাপড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখন কাপড়কে বর্ণিলসাজে রাঙানোর জন্য অত্যাধুনিক লাইট লাগানো হচ্ছে বলে জানিয়েছেন সাহাপাড়া পূজামণ্ডপের আয়োজক সৌরভ সাহা। তিনি বলেন, ‘এবার সাহাপাড়া পূজামণ্ডপ অন্যরকম করা হয়েছে। বঙ্গবাজার আগুনে পুড়ে যারা নিঃস্ব হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের পোড়া মার্কেটের জায়গায় অস্থায়ীভাবে বসানো দোকান থেকে দুই দফায় ২৫৮টি পোড়া কাপড় কিনে এনেছি।

নারায়ণগঞ্জ শহরের মধ্যে সাহাপাড়া পূজামণ্ডপটি সব সময় এগিয়ে থাকে। এবারো বঙ্গবাজারের ব্যবসায়ীদের পোড়া কাপড় ক্রয় করে পূজাম-পকে সাজিয়ে তোলায় প্রশংসিত হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, প্রতিমা মঞ্চসহ চারিদিকে পোড়া কাপড়ের মাধ্যমে পূজামণ্ডপ সাজানো হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া হয়ে গেছে গত শনিবার। এদিন থেকেই শুরু দেবীপক্ষের। আরমাত্র একদিন পরই ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু। আগামী ২৪ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী। নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, পুরো জেলায় ২২৪ দুর্গাপূজা হবে, গত বছরের তুলনায় বেড়েছে ৬টি পূজামণ্ডপ। মণ্ডপগুলোতে বাহারি রঙের আলোকসজ্জাসহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Islams Group
Islam's Group