News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

শশ্মানের সংস্কার নলী সাধু আশ্রমের গেস্ট হাউজ নির্মাণের আশ্বাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ১০:৫৬ পিএম শশ্মানের সংস্কার নলী সাধু আশ্রমের গেস্ট হাউজ নির্মাণের আশ্বাস

বন্দরের ধামগড় ইউনিয়নের আড্ডা শ্যামপুর শশ্মানের সংস্কার ও নলী সাধু আশ্রমের গেস্ট হাউজ নির্মাণ করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। শনিবার (৯ সেপ্টেম্বর) বন্দর উপজেলার কামতাল ঘাট থেকে নলী সাধু আশ্রম পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এই আশ্বাস প্রদান করেন।

রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে নলী সাধু আশ্রম পরিদর্শনে যান সেলিম ওসমান। এসময় আশ্রমের লোকজন তার কাছে গেস্ট হাউজ নির্মাণ করে দেয়ার দাবি জানালে সেলিম ওসমান আশ্বাস প্রদান করেন।

নলী সাধু আশ্রমের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, আমাদের বিভিন্ন পূজার সময়ে দূর দূরান্ত থেকে আসা লোকজনের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আমাদের আশ্রমের বাউন্ডারী নেই। আমাদের এমপি সেলিম ওসমানের কাছে এসকল বিষয় তুলে ধরা হলে তিনি গেস্ট হাউজ নির্মাণ করে দেয়ার আশ্বাস দিয়েছেন। সেই সাথে আরও যে সকল সমস্যা রয়েছে সেগুলোও সমাধান করার আশ্বাস দিয়েছেন।

একই সাথে শেখ জামাল স্কুলে যাওয়ার পথে আড্ডা শ্যামপুর শশ্মানের লোকজন সেলিম ওসমানের কাছ শশ্মান সংস্কারের আবদার জানান। সেলিম ওসমান গাড়ি থেকে তাদের সাথে কথা বলেন। সেই সাথে শশ্মানের সংস্কার করে দেয়ার আশ্বাস প্রদান করছেন।

শশ্মানের সাধারণ সম্পাদক রবি দাস বলেন, আমাদের শশ্মানটা অনেকদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমরা পারি না। আমরা গরীব মানুষ। এমপি সাহেবের কাছে বললে তিনি আমাদের শশ্মানটির সংস্কার করে দিবেন বলে দিয়েছেন। আমরা চাই তিনি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুক। তিনি আবারও আমাদের মাঝে এমপি হয়ে আসুক।

এদিকে পুরো রাস্তাজুড়েই হিন্দু ধর্মাবলম্বী মানুষজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সেলিম ওসমান ও তার সহধর্মিণী নাসরিন ওসমানকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

Islams Group
Islam's Group