News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ধর্ম ব্যবসা ইসলাম সমর্থন করে না : শামীম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৫:৩৩ পিএম ধর্ম ব্যবসা ইসলাম সমর্থন করে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবেন, ততদিন এদেশে সাম্প্রদায়িক অশুভ শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এদিন শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে শহরে র‌্যালির আয়োজন করেন নারায়ণগঞ্জ শহরের সনাতন ধর্মাবলম্বীরা।

শামীম ওসমান নারায়ণগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে বলেন, এই নারায়ণগঞ্জে এক সাথে মুসলিম কবরস্থান, খৃষ্টান কবরস্থান, শ্মশান ও মেনন ধর্মের সমাধিস্থল পাশাপাশি রয়েছে। আমরা বেঁচে আছি একসাথে, মৃত্যুর পরেও একই স্থানে আমাদের সমাধি। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক শক্তি কখনও সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এখানে কেউ সাম্প্রদায়িক কিছু করার চিন্তা করলে তাদের ছাড় দেয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য প্রবীর কুমার সাহা প্রমুখ।

Islams Group
Islam's Group