News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

জন্মাষ্টমী উপলক্ষে ডিসির সাথে জাগো হিন্দু পরিষদের শুভেচ্ছা বিনিময়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৮:৫৩ পিএম জন্মাষ্টমী উপলক্ষে ডিসির সাথে জাগো হিন্দু পরিষদের শুভেচ্ছা বিনিময়

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সাথে দেখা করেছেন জাগো হিন্দু পরিষদের নেতারা।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা ও মহানগর জাগো হিন্দু পরিষদের নেতারা ডিসির সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডিসি মোহাম্মদ মাহমুদুল হক সনাতন ধর্মাবলম্বী সকলকে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। পাশাপাশি সুশৃঙ্খলভাবে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালনের আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি কৃষ্ণ দাস কাজল, সাধারণ সম্পাদক সুজন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়, সিনিয়র সদস্য হারাধন দাস, মহানগরের সদস্য সচিব জনি ভৌমিক, কার্যকরী সদস্য বিশু সাহা এবং অভিজিৎ দে।

Islams Group
Islam's Group