News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

জেলা ও উপজেলায় হবে শ্রীকৃষ্ণের জন্মোষ্টমীর শোভাযাত্রা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ১১:০২ পিএম জেলা ও উপজেলায় হবে শ্রীকৃষ্ণের জন্মোষ্টমীর শোভাযাত্রা

সনাতন ধর্মের লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি জন্মোষ্টমী উৎসব আগামী ৬ সেপ্টেম্বর পালিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে চাষাঢ়ার গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় জানানো হয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেওভোগ লক্ষ্মী-নারায়ণগঞ্জ মন্দির থেকে জন্মোষ্টমীর শোভ যাত্রাটি বের হয়ে ডায়মন্ড চত্বরে এসে উদ্বোধন করা হবে। শোভা যাত্রার উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

এছাড়াও এবারই প্রথম বারের মত জেলার বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার থেকে পৃথক পৃথক শোভা যাত্রা বের করা হবে।

মত বিনিময় সভায় নেতৃবৃন্দ সকলের প্রতি আহবান রাখেন জন্মোষ্টমীর শোভা যাত্রায় যেন হিন্দু-ধর্মীয় ও দেশীয় সংস্কৃতিকেই প্রধান্য দিয়ে সকল কিছুর আয়োজন করা হয়। কেউ যেন কোন প্রকার অশালীন গান-বাজনা না বাজায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগর শাখার সভাপতি বিষ্ণপদ সাহা,  সাধারণ সম্পাদক সুশিল দাস, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সাংবাদিক উত্তম সাহা, কৃষ্ণ আশ্চার্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Islams Group
Islam's Group