News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

নারায়ণগঞ্জে বড়পীর আব্দুল কাদির জিলানীর বংশধর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপনডেন্ট প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৯:৪০ পিএম নারায়ণগঞ্জে বড়পীর আব্দুল কাদির জিলানীর বংশধর

নারায়ণগঞ্জে নূর নবীজির ৪০ তম বংশধর ও বড় পীর আব্দুল কাদির জিলানী (রাঃ) ২৭ তম বংশধর ক্বায়েদে মিল্লাত শাহ সৈয়দ মোহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফী আল- জিলানী (মা.জি.আ) আগমন করেছেন।

শুক্রবার (২ জুন) দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজে ইমামতি করেছেন কাছাউছা শরীফ, উত্তর প্রদেশ, ভারত থেকে আগত নূর নবীজির ৪০ তম বংশধর ও বড় পীর আব্দুল কাদির জিলানী (রাঃ) ২৭ তম বংশধর ক্বায়েদে মিল্লাত শাহ সৈয়দ মোহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফী আল- জিলানী (মা.জি.আ)।

এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর দক্ষিন গোয়ালবন্দ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আশরাফী, অত্র মসজিদের সভাপতি জনাব মোঃ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আঞ্জুমানে আশরাফীয়া বাংলাদেশ, কাশিপুর ইউনিট ও ক্বায়েদে মিল্লাত আশরাফীয়া যুব পরিষদ আয়োজনে এলাকাবাসীর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রতিবছর ইসলামের খেদমতে বাংলাদেশ সফর করেন নূর নবীজির  বংশধর ও বড় পীর আব্দুল কাদির জিলানী (রাঃ) বংশধর গন। যুগ যুগ ধরে কাছাউছা শরীফ, উত্তর প্রদেশ, ভারত থেকে ইসলাম প্রচার করে যাচ্ছেন তারা। আশরাফি আন্দোলনের প্রতিষ্ঠাতা সুফি সাধক সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সেমনানীর মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ইসলাম প্রচার করে যাচ্ছে আশরাফীয়া তরিকা।

Islams Group
Islam's Group