News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

জামায়াতের প্রতিষ্ঠাতার আকিদা পোষণ করলে ইসলাম থেকে বের হয়ে যাবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মে ১৩, ২০২৩, ০৫:৪৪ পিএম জামায়াতের প্রতিষ্ঠাতার আকিদা পোষণ করলে ইসলাম থেকে বের হয়ে যাবে

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেছেন, নবীদের তরফ থেকে কোনো পাপ হয়েছে এই কথাটা যদি কোনো একজন পাক্কা ইমানদার দরবেশ তসবীহ ওয়ালা পাগরীওয়ালা একটু মনে করেন একটা সেকেন্ড লাগবে না আপনার পাগরী পালিয়ে দিয়ে আল্লাহ আপনাকে ঈমানের ঘর থেকে লাথি দিয়ে বের করে দিবেন। এরকম বহু ঘটনা আমাদের সমাজে চলছে। আল্লাহ তাদেরকে লাথি দিয়ে বের করে দিয়েছে আমরা তাদেরকে বাহির করি না।

শুক্রবার (১২ মে) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, মূসা (আ.) এর বিরুদ্ধে বলে ইউনূস (আ.) এর বিরুদ্ধে বলে বিভিন্ন বিভিন্ন শব্দ ব্যবহার করে। আমি একটি কিতাব গবেষণা করেছিলাম অনেকদিন সেখানে আমাদের দেশের বড় পন্ডিত ছিলো তার লেখা অনেক বই পুস্তক তাফহীমুল কুরআন (লেখক জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদূদী) রাসায়েল মাসায়েল খেলাফত অনেক বড় বড় কিতাব বই লিখনেওয়ালা এবং আমাদের দেশের বৃহত্তম অংশ জানি না উনারা উনার আকিদা বিশ্বাস করে কিনা; যদি তার আকিদা বিশ্বাস করে তাহলে তারা সঠিক রাস্তায় নাই। এরা কারা এদের নাম বললে আপনারা সবাই তেলে বেগুনে জ্বলে উঠবেন।

তিনি আরও বলেন, আমি চাইলে দলিল দিতে পারবো সব। গবেষণা ছাড়া কথা বলি না। অনেকগুলো দলীলে এটার প্রমাণ পাওয়া যায়। সেখা মূসা (আ.) এর সমালোচনা করা হয়েছে। ইউনূস (আ.) সমালোচনা করা হয়েছে। উনি এত বড় পন্ডিত উনি নবীর ভুল ধরছে। আমাদের রাসূল (সা.) দুই একটা ভুল করছে। উনার লিখিত জিনিসগুলো থেকে আমরা সব সংগ্রহ পাইছি। উনি (জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদূদী) নাই দুনিয়ায়। এরকম আকিদা যদি কেউ পোষণ করে থাকে তাহলে সে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে।

আউয়াল বলেন, যাদেরকে মাছুম বলে সম্বোধন করা হয়েছে তাদের ভুল ধরেন এত বড় এলেম আপনার আপনারই তো নবী হওয়ার দরকার ছিলো। আমাদের সমাজের মধ্যে যারা একাজগুলোতে লিপ্ত আছে উনারা অনেক কাজ করে যদি আপনারা তার আকিদা অনুসরণ করেন তাহলে আপনি সে শাস্তি ভোগ করবেন। আর যদি অনুসরণ না করেন তাহলে এটা আপনার ব্যাপার।

Islams Group
Islam's Group