নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দানের জন্য ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি রমজান মাসে ঘোষণা দিয়েছিলেন যে সকল শিশু কিশোর একাধারে ৪০ দিন জামাতের সাথে কদমরসুল পূর্বপাড়া এলাকায় হাজী জালাল উদ্দিন এনসিসি জামে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের সন্মানিতসহ পুরস্কার প্রদান করা হবে।
১২ মে শুক্রবার জুমার নামাজের খুতবার আগে ৪ শিশুকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিশুরা হলো মো: আল আমিন, মো: নঈমউদ্দিন আহাম্মেদ নেওয়াজ, মো: হাসান ও মো: আসওয়াদ।
এ সকল শিশুরা দীর্ঘ ৪০ দিন জামাতের সাথে মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে। মসজিদের খতিব, কাউন্সিলর আবুল কাউসার আশাসহ মসজিদ কমিটির হাবিব উদ্দিন, আব্দুল মালেক ভান্ডারী, তোবারক হোসেনসহ নেতৃবৃন্দ শিশুদের হাতে আর্থিক সহায়তা ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় মুসল্লীরা মিমুদের উৎসাহ দেয়ার জন্য মারহাবা ধ্বনীতে মসজিদ মুখরিত করেন। আশা বলেন, এই পুরস্কার সব সময় অব্যাহত থাকবে। আমি শিশুদের মসজিদমুখী করার জন্য আমার নির্বাচনী ওয়ার্ডে ২৪টি মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদে এ ধরনের পুরস্কার ব্যবস্থা করব। আর এ উদ্যোগে শিশুদের নামাজী করার পাশাপাশি মাদকের ছোবল থেকে রক্ষার জন্য আমার এ উদ্যোগ আমি সকলের সহযোগিতা চাই।
আপনার মতামত লিখুন :