হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল বলেছেন, মিথ্যা বলা ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, দুই নাম্বারি ব্যবসা ছাড়তে হবে, যাবতীয় অন্যায় কাছ ছাড়তে হবে, বিবাহের মধ্যে নাজায়েজ কাজ ছাড়তে হবে অন্যথায় আল্লাহ দোয়া কবুল করবেন না। নিজেদের ছেলে মেয়েদেরকে নাজায়েজ কাজ থেকে বিরত রাখতে হবে। যখন আল্লাহ বুঝবেন গজব থেকে বাঁচার জন্য দোয়া করছেন তখন আল্লাহ শুনবেন অন্যথায় সবাইকে গজবের মধ্যে পড়তে হবে।
শুক্রবার (২৮ এপ্রিল) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, যখনই একটা গোনাহ বান্দা থেকে হবে আল্লাহর সাথে বান্দাহর সাথে একটা দূরত্ব হয়। আরেকটা করলে আরেকটা দূরত্ব হয়। কোরআনের ভাষায়-তুমি যখন একটা অন্যায় করবা একটা পাপ করবা কলবের মধ্যে একটা দাগ পড়বে। আরেকটা করবা আরেকটা দাগ পড়বে। এই দাগ পড়তে পরতে কলবটা অন্ধকার হয়ে যাবে। হাজারো ওয়াজ হাজারো কুরআনের কথা বুঝানো হলেও সেটা ঢুকবে না। সে আঙ্গুল দেখিয়ে বলবে আরে হুজুররা কত কথায় বলে থাকে। কুরআনের এত কথা মেনে চলা যাবে।
তিনি আরও বলেন, এই কথা তখনই বলবে যখন গুনাহ থেকে তওবা করে দাগ যখন না মুছবে তখন হেদায়েতের কথা আর ঢুকবে না। দুনিয়াতে অনেক কিছু দরকার না দুনিয়াতে এত কিছু দরকার নেই। আল্লাহকে নারাজ করে দুনিয়া বড় করে কি লাভ? আল্লাহ নারাজ হয়ে যাবে দুনিয়াকে আকড়ে ধরে আবার সময় হলে দুনিয়া লাথি দিয়ে বের করে দিবে। এই সন্তানের জন্য নাজায়েজ পন্থায় টাকা কামায় করে মিথ্যা কথা বলে ঠকবাজি করে সম্পদ করলে এর দায়ভার তারা কেউ নিবে না। কবরে আপনাকে আপনার পাপ নিয়ে যেতে হবে।
আপনার মতামত লিখুন :