News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

নারায়ণগঞ্জে ওলামা পরিষদের ইসলামী সম্মেলন ঘিরে কাদিয়ানীদের উদ্বেগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ১১:১৮ পিএম নারায়ণগঞ্জে ওলামা পরিষদের ইসলামী সম্মেলন ঘিরে কাদিয়ানীদের উদ্বেগ

নারায়ণগঞ্জে বৃহস্পতিবার ১৬ মার্চ বড় সমাবেশ করতে যাচ্ছে ওলামা পরিষদ। ইসলামী মহাসম্মেলনের নামে এ সমাবেশ হলেও এখানে মূলত কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার জোরালো দাবি জানানো হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ সমাবেশে প্রচুর মানুষের সমাগম হবে মনে করছেন আয়োজকেরা। এদিকে এ সমাবেশের আগের দিন নিজেদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে নারায়ণগঞ্জের কাদিয়ানী সম্প্রদায়। তাঁরা নিজেদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে। তবে সমাবেশ আয়োজকেরা বলছেন, তাঁরা শুধু সমাবেশ করবেন। এনিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। আমরা শুধু আমাদের দাবি সরকারের কাছে পৌঁছে দিব।

সম্প্রতি পঞ্চগড়ে কাদিয়ানীদের সমাবেশ নিয়ে সেখানে আলেম ওলামারা বাধা দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ বাধে। এতে হতাহতের ঘটনাও ঘটে। এর পর থেকেই নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় কাদিয়ানী সম্প্রদায়ের আহমদীয়া মুসলিম জামাতের মসজিদে নিরাপত্তা বাড়ানো হয়।

এ অবস্থায় ১৬ মার্চ শহরের মাসদাইরে ঈদগাহ ময়দানে ইসলামী সম্মেলনের ডাক দেয় মহানগর ওলামা পরিষদ। এ নিয়ে টানা প্রস্তুতি সভা করছেন তাঁরা, যেখানে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়টিকে মুখ্য হিসেবে তুলে আনেন।

মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিতেত্বে প্রধান অতিথি করা হয়েছে কওমী শিক্ষা বোর্ডের সভাপতি মাহমুদুল হাসানকে। এছাড়াও অতিথি রাখা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল, মুফতি মিজানুর রহমান সাঈদ, কুতুবউদ্দিন নানুপুরী, এহতেশামুল হক উজানী, জুনায়েদ আল হাবিব, খালিদ সাইফউল্লাহ আইউবী, হাবিবুল্লাহ মাহমুদ কাশেমী, আবু তাহের জিহাদী, আবদুর কাদির, আবু সায়েম খালেদ ও ক্বারী সাইদুল ইসলাম আসাদ।

এ ব্যাপারে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘আমরা মূলত ইসলামী একটি সমাবেশ করবো। এখানে দেশের প্রখ্যাত আলেমরা উপস্থিত থাকবেন। এ নিয়ে কারো উদ্বেগ হওয়ার কিছু নেই।’

আহমদীয়া মুসলিম জামাতের নারায়ণগঞ্জ জেলার সভাপতি শামীম আহমেদ জেলা প্রশাসনের কাছে দেয়া চিঠিতে বলেন, ‘পঞ্চগড়ের ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট অরাজক অবস্থাকে পুঁজি করে বর্তমানে নারায়ণগঞ্জের বিভিন্ন আলেম ওলামা আহমদিয়া জামাতকে টার্গেট করে পঞ্চগড়ের মতো সহিংস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন মিডিয়াতে তাদের সুস্পষ্ট বক্তব্য প্রকাশিত। বিশেষ করে এনায়েত উল্লাহ আব্বাসি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত আহমদিয়া মসজিদগুলিকে টার্গেট করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া আগামী ১৬ মার্চ ওলামা পরিষদের ব্যানারে আয়োজিত মাহফিলের প্রস্তুতি সভায় আহমদিয়া জামাত সম্পর্কে উস্কানিমূলক বক্তব্যও গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এমতাবস্থায় আমরা আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা আমাদের তিনটি মসজিদ ও জানমালের নিরাপত্তা নিয়ে চরমভাবে শঙ্কিত।’

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, আমরা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। সম্মেলন আয়োজকদের সঙ্গেও কথা বলবো। পরিস্থিতি অনুকূলে না থাকলে ঊর্ধ্বতনদের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।’

Islams Group
Islam's Group