নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় আব্দুর সুপার মার্কেট এলাকায় ‘জান্নাতুল মাওয়া জামে মসজিদ’র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের মধ্য দিয়ে নব নির্মিত এ মসজিদটি উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএ শাহীন, সাবেক মেম্বার রওশন আলী, নারায়ণগঞ্জ জেলা মটরস্ ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন সভাপতি এমএ রব, মসজিদের মতুয়ালী মো. খলিলুর রহমান, বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি লাঙ্গলবন্দ শাখার সভাপতি মো. জালাল উদ্দীন চান সরকার, শ্রমিক নেতা মামুন হাওলাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক মুসল্লি।
মসজিদ কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :