সুলতানুল হিন্দ আতায়ে রাসুল (সাঃ) খাঁজা-এ খাজেগান গরীবে নেওয়াজ হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশতী হাসান সানজারাী (রহঃ) এর ১৩তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
শহরের বৃহত্তর দিগুবাবু বাজারের সকল ব্যবসায়ীদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ২ দিনব্যাপী এই ওরশ অনুষ্ঠিত হয়েছে।
ওরশ মোবারকের কর্মসূচিতে ছিল কোরআান খতম, মিলাদ মাহফিল ও কুল ফাতেহা পাঠ, নেওয়াজ বিতরণ।
মিলাদ মাহফিল ও কুল ফাতেহা শেষে বিশেষ দোয়া করে দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে খাজাবাবার ওরশ মোবারক উদযাপন কমিটির অন্যতম উদ্যোক্তা সদ্য প্রয়াত ব্যবসায়ী মো. আব্দুল হালিমের রূহের আত্তার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় কুল ফাতেহা পরিচালনা করে সায়েদুল ইসলাম শাকিল, ওরশ পরিচালনা কমিটির উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শুক্কুর আলী, মো. শাহাদাৎ হোসেন, মো. সুমন, মো. আকবর, মুকুন্দ বাবু, মিঠু সরকার, মো. শফি, মো. সুমন, মো. হায়দার, মো. রাজু, মো. জহির ফকির, মো. জাহাঙ্গীর প্রমুখ।
আপনার মতামত লিখুন :