নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহাসিক কুতুবিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ সুফি জামালউদ্দিন মুমিন (রহমতুল্লাহি আলাইহি) সাহেব পরলোক গমন করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজের জানাজা বুধবার (১১ জানুয়ারি) যোহর নামাজের পর বন্দর ঝাউতলা কুতুবিয়া দরকার শরীফে অনুষ্ঠিত হবে।
দৈনিক ইয়াদ এর পক্ষ হতে শোকাহত পরিবার বর্গ, আশেকান মুরিদান ও বক্তবৃন্দের ধৈর্যধারণ করার তৌফিক ও আল্লহপাক তাঁর হাবীব পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁর পীর মুর্শিদদের ওসিলায় পীর সাহেব শাহ্ সুফি জামালউদ্দিন মুমিনকে বেহেশতের উচ্চ মকাম নসিব করুন আমিন ছুম্মা আমিন।
আপনার মতামত লিখুন :