নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার মামলায় আরও দুই বিএনপি কর্মী গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাদের থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মন্দী ইউনিয়নের সীলমান্দি গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. নাসির মোল্লা (২৫) ও সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের আম্বর আলীর ছেলে মো. কবির হোসেন (৩৫)। এরা ২ জন বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনপির নেতা কর্মীরা গত ২৭ নভেম্বর মশাল মিছিল, লাঠিসোটা, ককটেল নিয়ে উপজেলার ইদবারদী বাসস্ট্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে রাস্তা অবরোধ, এ্যাম্বুলেন্স আটকে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ঘটনায় পুলিশের এসআই মামুন মিয়া বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় উক্ত ২ জনকে আটক করা হয়। সোমবার তাদের ৭ দিনের রিমা- চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :