নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জান্নাতুল ফেরদৌসের মৃত্যুবার্ষিকী ৪ ডিসেম্বর। ২০১৯ সালের এ দিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান।
দলীয় সূত্রে জানা গেছে, ওয়ান এলিভেনের সময় কঠিন পরিস্থিতিতে আন্দোলনে সক্রিয় ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। ওই সময়ে শহরের নাগবাড়িতে তার বাসায় আসতেন কেন্দ্রীয় নেতারা। প্রয়াত হান্নান শাহ প্রায়শই আসতেন সেখানে। নেতাকর্মীরা জড়ো হলে কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দিতেন তিনি।
এছাড়া বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাতে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করতেন। দলের নেতাদের চাঙ্গা রাখতেন তিনি। এসব বৈঠকের আয়োজক ছিলেন ফেরদৌস।
জান্নাতুল ফেরদৌস প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে আসেন। ১৯৮১ সালে জিয়া হলে বিজ্ঞানমেলায় আসেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখানে রাষ্ট্রপতি জিয়ার চোখে পড়ে বুদ্ধিদীপ্ত জান্নাতুল ফেরদৌস। ওই সালেই বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদল গঠন করা হয়। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির ৫১ সদস্যের মধ্যে জান্নাতুল ফেরদৌস ছিলেন সর্বকনিষ্ঠ।
পর্যায়ক্রমে তিনি যুবদলের রাজনীতিতে প্রবেশ করেন। পরে জেলা যুবদলের আহবায়ক হন। ১৯৯১ সালে জেলা বিএনপির কমিটিতে তাকে দপ্তর সম্পাদক বানানো হয়। দুইবারের কমিটিতে তিনি ওই দায়িত্ব পালন করেন। সবশেষ জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি বিএনপির সহযোগী সংগঠন জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন :