News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯

জাপানে থাকেন ছাত্রদল নেতা, আসামী হলেন নারায়ণগঞ্জের নাশকতা মামলায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৬:৩৩ পিএম জাপানে থাকেন ছাত্রদল নেতা, আসামী হলেন নারায়ণগঞ্জের নাশকতা মামলায়

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাশকতার অভিযোগে মামলায় বিএনপির যে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ৩৩ নং বিবাদী ছাত্রদল নেতা ইসহাক ইসলামের দেশের বাইরে অবস্থান করছেন।

বুধবার ২৩ নভেম্বর পরিবারের লোকজন এ তথ্য জানানোর পর জাপান থেকে ইসহাক ইসলাম নিজেও তার অবস্থান নিশ্চিত করেন। বিএনপি নেতাদের দাবী মামলাটি যে গায়েবি সেটা আবারো প্রমাণিত হলো। আর পুলিশ বলছেন, তারা বিষয়টি পর্যালোচনা করছেন।

ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খানের হাজিরার দিন ওইসব বিএনপি নেতারা সড়ক অবরোধ করে জনস্বার্থ বিঘিœত, ককটেল বিস্ফোরণ ও নাশকতার জন্য সশস্ত্র জমায়েত হয়েছিল উল্লেখ করে মডেল থানার এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে ২১ নভেম্বর সোমবার রাতে মামলা দায়ের করেন। ৩৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং ২৫০ জনকে অজ্ঞাতজনকে আসামী করা হয়।

মামলার ৩৩ নম্বর আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসহাক ইসলামের নাম। মামা জুয়েল আরমান জানান, তার ভাগ্নে ইসহাক ইসলাম চলতি বছরের মার্চে জাপানে পড়াশোনা করতে যায়। সেখানে থেকে কিভাবে সড়ক অবরোধ করতে নারায়ণগঞ্জে আসবে? এতেই বোঝা যায় মিথ্যা মামলা চাপিয়ে দেয়া হয়েছে আমার ভাগ্নের উপরে।

জাপানে অবস্থানরত প্রবাসী কিভাবে মামলায় এলো এমন প্রশ্ন করলে এসআই শাহাদাঁত বলেন, আমি বিষয়টি জেনে আপনাকে জানাচ্ছ।

ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল জানান, যে ঘটনা মামলায় উল্লেখ করা হয়েছে সেদিন এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। আর পুলিশ যে বায়বীয় ঘটনার পর গায়েবি মামলা দিয়েছে সেটা প্রমাণ হলো জাপানে থাকা ব্যক্তিকে আসামী করে।

Islams Group
Islam's Group