প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্টেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে কেক কাটেন উপস্থিত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার আসর নামাজের পর সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসস্টান্ডস্থ সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্য্যালয়ে এ মিলাদ মহফিল ও কেক কাটা অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন আহম্মেদের সভাপতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সউদ, বীর মুক্তিযোদ্ধা মজিদ সাউদ, আওয়ামীলীগ নেতা মোসলেউদ্দিন, শ্রমিক নেতা আঃ মতিন মন্ডল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক তুহিন আলম, সিদ্ধিরগঞ্জ থানা যুব সংহতির আহ্বায়ক আনোয়ার হোসেন, মৎস্যজীবিলীগের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পদাক রওশন আলী প্রধান ও সাবেক ছাত্র নেতা রুহুল আমিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :