নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিজমিজি টিসি রোডস্থ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাসভবনে মিলাদ, দোয়া ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং বঙ্গবন্ধুসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের আহবায়ক আব্দুস সামাদ বেপারী, থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজু প্রমুখ।
আপনার মতামত লিখুন :