মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে কেক কেটে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী তাঁতী লীগের আহবায়ক মো. লিটন আহমেদ এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় থানা তাঁতী লীগের কার্যালয়ে মিলাদ, দোয়া ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা এবং বঙ্গবন্ধুসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন থানা আওয়ামী তাঁতী লীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর তাঁতী লীগের আহবায়ক এইচ এম চৌধুরী সাহেদ ফারুক, যুগ্ম আহবায়ক মো. রাসেল, থানা তাঁতী লীগের যুগ্ম আহবায় মো. মনির খাঁন, মো. সোহেল, মো. মাসুম, মো. আবুল হোসেন, সদস্য মো. খোরশেদ আলম, মো. স্বপন, মো. শামীম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হোসেন আহম্মেদ সরকার, নাসিক ২নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক মো. কিবরীয়া, নাসিক ৬নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মো. আলাউদ্দিন, সম্পাদক মো. রাজ, নাসিক ৮নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মো. মিজান ও যুবলীগ নেতা মো. আনিসুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :