News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

সুযোগ পেয়ে হোন্ডা মহড়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি : প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ১১:১১ পিএম সুযোগ পেয়ে হোন্ডা মহড়া

নারায়ণগঞ্জে গত প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল মটরসাইকেল মহড়া। এ মহড়ার বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছিলেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। তাদের ভাষায় হোন্ডা বাহিনী মহড়া দিয়ে শহরের বিভিন্ন স্থানে অপকর্ম করে। এ বহরের বিষয়টি আলোচনায় আসে বন্দরে একটি জমি দখল নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও গুলিবর্ষ এবং অপরটি শহরের চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে সময়ের নারায়ণগঞ্জ অফিসে হামলার ঘটনায়। এ দুটি ঘটনায় নগরবাসীকে বেশ ভাবিয়ে তুলেছিল। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ নিয়ে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়। এর পর কার্যত বন্ধ ছিল মটরসাইকেল মহড়া।

গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বিএনপি জামায়াতে অবরোধ হরতাল কর্মসূচী। আর এ কর্মসূচী ঘিরে ফের সক্রিয় হয়ে উঠেছে হোন্ডা বাহিনী। সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ভোর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে দেখা যায় ওই মহড়া দিতে। গাড়িতে বসে থাকেন আজমেরী ওসমান। আর পেছনে ছুটে চলে শত শত মটরসাইকেল।

সংশ্লিষ্টরা বলছেন, মেয়র ও এমপির বক্তব্যের পর প্রশাসন কিছুটা শক্ত হলে দেড় বছর ধরে বন্ধ ছিল হোন্ডা বাহিনীর মহড়া। যদিও মাঝেমধ্যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছিল। কিন্তু বিগত কয়েক বছর আগের মত দেড় বছর ধরে দিন রাত আতঙ্কের ওই মহড়া ছিল বন্ধ। তবে এবার বিএনপি জামায়াতের আন্দোলনকে ঘিরে তাদের মহড়া শুরু হয়েছে যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

নগরবাসী বলছেন, বিএনপি ও জামায়াতের নাশকতা রোধে যদি এ মহড়া কার্যকর হয় তাহলে সেটা দোষের কিছু না। কিন্তু এ মহড়া যদি পরে কোন দখলবাজ বা অন্য কোন অপরাধে ব্যবহার করা হয় তাহলে সেটা হবে প্রশ্নদ্ধি।

অভিযোগ সূত্রে জানা গেছে, সবশেষ নারায়ণগঞ্জের আলোচিত হোন্ডা বাহিনীর মূল নেতৃত্বদানকারী পিজা শামীমের বিরুদ্ধে আবারও অন্যের সম্পত্তি ও ফ্যাক্টরি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। যে পিজা শামীমকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে তারই পরিবারের সদস্যরা। এবারও পিজা শামীম তার বাহিনী নিয়ে দিনে দুপুরে অন্যের জমির উপড় দেয়াল নির্মাণ ফ্যাক্টরির মালামাল লুট করেছেন। এসময় ভুক্তভোগীরা ৯৯৯ ফোন করেও কোনো প্রতিকার পাননি। গত ২২ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলনে ফতুল্লার বিসিক শাসনগাঁওয়ের দেওয়ান বাড়ি এলাকার মো. ইমরান দেওয়ান এই অভিযোগ করেন।

মো. ইমরান দেওয়ান অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলেন, গত ৩০ সেপ্টেম্বর রাতের বেলা আমার নিজ বাড়িতে ১ কোটি টাকা চাঁদা চাইতে এসেছিলো কিছু চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী। যদি চাঁদা না দেই তাহলে তারা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর রাজাপুর এরাকায় আমার ১৭ শতাংশ সম্পত্তির উপর ফ্যাক্টরি দখল নিবে এবং আমার প্রাণ নাশের হুমকি দেয়। এই ঘটনায় থানায় আমি একটা অভিযোগ দায়ের করি।

গত ১৬ মার্চ দুপুরে সাড়ে ১২টায় বীর মুক্তিযোদ্ধ নাসিম ওসমান সেতুর পূর্ব পাশে শীতলক্ষ্যার তীরে বন্দর উপজেলার ফরাজিকান্দা বাজারের পাশে হোন্ড বাহিনীর হামলার ঘটনা ঘটে। আক্রান্ত পরিবার হলো রাইসুল হক। তিনি ২০০২ সালে মারা যান। এর আগে তিনি টানা বেশ কয়েকবার বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি সদর জাতীয় পার্টির সভাপতিও ছিলেন। তিনি ছিলেন প্রয়াত এমপি নাসিম ওসমানের ঘনিষ্ঠ ও আস্থাভাজন। এই ঘটনার কয়দিন পরই পারভেজ মারা গেছেন।

ওসমান পরিবারের হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় উল্লেখ করে ইতোপূর্বে সেলিম ওসমান বলেন, আমি ইতোমধ্যে ঘোষণা দিয়েছি হাম্বা গ্রুপ ভাই সাহেব গ্রুপ যদি আপনারা মনে করেন তারা ওসমান পরিবার; ওসমান পরিবারের হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়। সুতরাং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে এমন কোনো কাজ যদি কেউ করতে আসে আমার বন্দরে আমার নারায়ণগঞ্জে তাহলে সেলিম ওসমানের জীবন গেলে জীবন যাবে তাদের অস্তিত্ব থাকবে না।

তার আগে গত ৩ জানুয়ারি রাতে শহরের বাধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের ৩৫ তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

আর এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সেলিম ওসমান বলেছিলেন, বর্তমানে কিছু উশৃঙ্খল ছেলের জন্ম হয়েছে এখানে সেখানে আবার নেত্রীর কথা বলা হয়। সেই নেত্রীকে আবার বলে হাম্মাজান। হাম্মাজান যেই হোক না কেন কোনো অবস্থায়ই কোনো ব্যবসায়ীর ক্ষতি করা যাবে না। ব্যবসায়ীরা যদি হাম্মাজানের ডরে পকেট থেকে পয়সা দিয়ে দেন আপনাদের থেকে বড় দোষী আর কেউ হবে না। আবার দাঁড়িয়েছে আরেক গ্রুপ ভাইজান গ্রুপ। মোটরসাইকেল দেয়া হয়। কে কিভাবে কোথা থেকে মোটরসাইকেল কিনল, কিভাবে মোটরসাইকেল রাস্তায় নামে কিভাবে বিকেএমইএর ফ্যাক্টরি ফ্যাক্টরিতে জুট ব্যবসার সৃষ্টি হয় যেটা নাকি নিশ্চিহ্ন করে দেয়া হয়েছিল। আমি এখনও মরি নাই ভয় পাবেন না। ও যদি আমার বাপও হয় তাকে কোনো রকমের ছাড় দেয়া হবে না।

Islams Group
Islam's Group