ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিনের ছেলে শ্যামলের বিরুদ্ধে এবার একজন ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দিতে দেখা গেছে। এ সম্পর্কিত একাধিক ভিডিও এসেছে এ প্রতিবেদকের হাতে। সেখানে দেখা গেছে এক ব্যক্তির সঙ্গে এক বাড়িতে বসে আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে উঠেন শ্যামল। পরে তিনি পকেটে থাকা একটি আগ্নেয়াস্ত্র বের করে ওই ব্যক্তিকে আঘাত করে। এতে তার বুকে জখম হয়। শ্যামল পরে ওই অস্ত্র দিয়ে ব্যক্তিকে মারতে মারতে নিচে ফেলে দেয়। প্রায় কয়েক মিনিট ধরে ওই হামলা।
এ ব্যাপারে আক্রান্ত ব্যক্তি জানায়, শ্যামলের বোন জামাতার সঙ্গে তাদের বিরোধ ছিল। পরে শ্যামল ওই বাড়িতে ঢুকে লোকজনদের উপর চড়াও হন।
এ ব্যাপারের শ্যামলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি, ব্যস্ততার অজুহাত কথা বলতে রাজী হয়নি। তিনি শুধু দাবী করেন ঘটনা সত্য না। পরে রাতে আর তাকে পাওয়া যায়নি।
এর আগেও শ্যামলের বিরুদ্ধে চাঁদাবজি ও অপহরণ চেষ্টার অভিযোগ উঠে। উত্তর নরসিংপুর এলাকার আয়শা বেবী কাজল নামের এক মহিলার কাছে চাঁদা দাবি করে শ্যামল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মহিলা ছেলেকে গুম করারও হুমকী দেয় সে।
ভুক্তভোগী আয়শা বেবী কাজল বাদি হয়ে তখন ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
শ্যামল এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান। শ্যামলের বাবা ফতুল্লা আওয়ামী লীগের সহ-সভাপতি হওয়ায় এলাকায় নানা অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।
আপনার মতামত লিখুন :