রেল, নৌ ও সড়ক পথ রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অবরোধ পালন করছে অলি-গলির ভেতর দিয়ে। যা নিয়ে নগরীতে তীব্র হাস্যরস সৃষ্টি হয়েছে। অনেকের দাবি, বিএনপি নেতারা পুলিশ এবং আওয়ামী লীগের ভয়ে গা বাঁচিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ছেড়ে অলি গলিতে অবরোধ পালন করছে।
অন্যদিকে বিএনপির একটি পক্ষের দাবি, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর কাছে কেন্দ্র থেকে অবরোধ সফল করতে কয়েক লাখ টাকা এসেছে। আর তিনি সেই টাকা পকেটস্থ করায়, বাধ্য হয়ে অলিগলিতে লোক দেখানো অবরোধ করছে এবং সেই ছবি পাঠিয়ে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন।
জানা গেছে, বিএনপি ও তাদের সাথে থাকা বিভিন্ন জোটের ডাকা দুই দিনের অবরোধ পালিত হচ্ছে সারাদেশে। গতকাল ছিল এই কর্মসূচির প্রথম দিন। অবরোধের আওতায় রাখা হয়েছে সড়ক পথ, নৌ পথ ও রেল পথ। তবে এসব ছেড়ে নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের দেখা যাচ্ছে অলি-গলিতে অবরোধ পালন করতে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে মহানগর বিএনপির নেতা আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে টানবাজারের এস.এম মালেহ রোডে ৫-৬ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি শুরু হয় টানবাজারের হংস হলের অভিমুখ থেকে। একটি ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর পর মাত্র এক মিনিটের মধ্যেই পেছন থেকে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে একজন বলেন, ‘ভাই হইসে, শেষ করেন, পুলিশ আইল’। তখন সাথে সাথে সবাই ছত্রভঙ্গ হয়ে অবরোধ বন্ধ করে পালিয়ে যায়।
টানবাজারের সিলভিয়া হোটেলের কর্মচারী ফারুক বলেন, ‘মিছিল শুরুর লগে লগে শেষ হইয়া গেছে। এক সপ্তাহ ধইরা দেখি কয়েকজন এই রাস্তা দিয়া মিছিল করে। এদিকে তো কোনো মানুষ নাই। মিছিল করলে যাইতে হইব দুই নম্বর গেট আর চাষাঢ়ায়। তয়লে মানুষে দেখব যে বিএনপি আছে। চিপা চাপায় ঘুইরা কিছু হইব না।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা বলেন, ‘আমরা টিপুরে নিয়া কোনো মন্তব্য করতে চাই না। কারণ ও একটা বেয়াদব। ইজ্জত মেরে ফেলে সবার। আসলে ওরা যেই অবরোধ করতাছে এটা কোনো অবরোধ না। তারেক রহমান টাকা পাটাইছে, সেই টাকা টিপুর কাছে। তাই ওর তো নামতেই হবে। আজকে ও (টিপু) কাউকে টাকা দেয়নি বলে দেখবেন ওর সাথে মাত্র ৫-৬ জন লোক মিছিল করে। আর টানবাজারে কিসের অবরোধ? বিএনপি অবরোধ দিয়েছে রেল, নৌ আর সড়ক পথে। নেতাগীরী দেখাতে মনে চাইলে সেসব জায়গায় গিয়ে অবরোধ করুক পারলে।’
তবে এ বিষেয় জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আপনারা যা ইচ্ছা লেখেন সমস্যা নাই। আমি কিছু বলতে চাই না।’
আপনার মতামত লিখুন :