News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

পদ নিয়ে দ্বন্দ্ব, যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ১০:২০ পিএম পদ নিয়ে দ্বন্দ্ব, যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পদ নিয়ে দ্বন্দ্বের জেরে দ্বীন ইসলাম দিলীপ নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই দলের অপর কর্মীদের বিরুদ্ধে।

রোববার (৫ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দিলীপ মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি মৃত আলী হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রত্যাশী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। অপরদিকে একই পদ প্রত্যাশী ছিলেন মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহর ছেলে পিয়াল। এ সভাপতি পদকে নিয়ে পিয়াল ও দিলীপের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকেলে পিয়ালের সঙ্গে দিলীপের বাগবিতণ্ডা হয়।

রাতে দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন পিয়ালসহ তার লোকজন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে দিলীপকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় দিলীপের মৃত্যু হয়।

দিলীপের স্ত্রী রূপালী বেগম বলেন, আমার স্বামী দিলীপ দীর্ঘদিন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাছের সঙ্গে যুবলীগের রাজনীতি করে আসছেন। দিলীপ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পাভেলের ছোট ভাই পিয়ালও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। এরই জেরে আমার স্বামী দিলীপকে ডেকে নিয়ে পিয়ালসহ তার লোকজন কুপিয়ে জখম করেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রূপালীর দাবি, মৃত্যুর আগে পিয়াল, বিপ্লব ও ইমনের কথা জানিয়েছিলেন দিলীপ। তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন তারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ বলেন, নিহতের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Islams Group
Islam's Group