বিএনপির ডাকা ৩ দিনব্যাপী অবরোধ কর্মসূচির প্রতিবাদে বন্দর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩য় দিনের মতো মদনপুর বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
তার অংশ হিসেবে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ বলেন, ‘জয় বাংলা স্লোগানটি আসে হৃদয় থেকে। যা বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে। এই স্লোগান দিয়ে জনগণের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো আমরা কাজ করেছি। বিএনপি ব্যাপকভাবে আমাদের উপর অত্যাচার করেছে। মামলা ও হামলা করে হয়রানি করেছে। তারা বর্তমানেও অন্যায়ভাবে গাড়িতে অগ্নিসংযোগ করছে, পুলিশ ও সাংবাদিক হত্যা করেছে। আমরা কিন্তু এ ধরনের আন্দোলন করিনি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন ও কর্মসূচি করেছি। সকল ষড়যন্ত্র করে বিএনপি ব্যর্থ হয়েছে। তারা এখন লাশ ফেলতে চাচ্ছে। আওয়ামী লীগের কোন নেতা-কর্মী যদি এই আন্দোলনে আহত হন তাহলে তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার আমাদের আওয়ামী লীগ বহন করবে। আওয়ামী লীগের ১টি লাশ পড়লে বিএনপির ৪টি লাশ পড়বে। কোন ছাড় দেয়া হবে না। তাদেরকে এক বিন্দু ছাড় দিবো না। যদি গাড়ি পুড়েন, মানুষের ক্ষতি করেন, তাহলে আপনার ঘরবাড়ি থাকবে না। ইসরাইলের ইহুদিদের মতো হত্যাকাণ্ড চালাচ্ছে বিএনপি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তাই তাদেরকে প্রতিহত করতে সকলে প্রস্তুত থাকুন।
বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজিজুল হক, এম.এ. সালাম, সাংগঠনিক সম্পাদক মাছুম আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এসআই জুয়েল, নাসিক ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহনেওয়াজ রায়াত, কুদ্দুস মৃধা, মোসাদ্দেক আলী আঙ্গুর, হাবিবুর রহমান হাবিব, জিয়াউল হাসান বাবু, জাহিদ হোসেন বাদশা মৃধাসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :