News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ঢাকা কাঁপাতে প্রস্তুত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ১০:৪৪ পিএম নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ঢাকা কাঁপাতে প্রস্তুত

চূড়ান্ত শক্তি পরীক্ষার মহড়ায় ফের ঢাকায় মহাসমাবেশ কাঁপাবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। শক্তির মহড়া দেখাতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্ততি। ৪ নভেম্বর দুপুরে ঢাকার আরামবাগে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় এই মহাসমাবেশ। যে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই আওয়ামী লীগের সর্বশেষ মহাসমাবেশ। এর ফলে এই মহাসমাবেশটি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিকট অনেক গুরুত্ব পাচ্ছে।

এদিকে, ঢাকার এই মহাসমাবেশ আবারও ঘণ্টা বাজাবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান। দেশের যেকোনো রাজনৈতিক ইস্যুতে সবার আগে যার তর্জন গর্জন শোনা যায়। সেই লক্ষ্যে প্রভাবশালী এই এমপি নেতাকর্মীদের দিয়েছেন সকল দিকনির্দেশনা। নেতাকর্মীদের সঙ্গে করেছেন একাধিক বৈঠক।

এর আগে, গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের উদ্যোগে সার্কিট হাউজে অনুষ্ঠিত হয় বর্ধিত সভা। যে সভায় এই মহাসমাবেশ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এদিনের সভায় শুধু নারায়ণগঞ্জ থেকেই ৫ লাখ নেতাকর্মী ঢাকায় নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অন্যদিকে শুধু শামীম ওসমানের নেতৃত্বেই ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার কথা শোনা গেছে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের নিতে প্রস্তুত করা হয়েছে ৩০০টি বাস এবং ২০০ ট্রাক। পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ চারটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত থাকবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অধিকাংশ নেতৃবৃন্দ। আগামী নির্বাচনের আগে এটিই আওয়ামী লীগের শেষ সমাবেশ হওয়ায় এদিনের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিবেন বলে জানা গেছে।

এদিকে, গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মির্জা আজম এমপি কে কতজন নিয়ে যেতে পারবে তার একটা সংখ্যা জানতে চায়। তখন বক্তব্য রাখতে গিয়ে সোনারগাঁ আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজার, বন্দর আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজার, কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ আলী ৫ হাজার, শাহজাহান ১০ হাজার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন ১০ থেকে ১৫ হাজার, মজিবুর রহমান ২০ থেকে ২৫ হাজার, হায়দার আলী পুতুল বলেছেন মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ হাজার, সদর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ হাজার, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ৪০ থেকে ৫০ হাজার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল ৩০ হাজার, কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খোকন ৫০ হাজার, মীর সোহেল ৫০ হাজার, ইকবাল পারভেজ ৫ হাজার, নাজমুল ইসলাম সজল শামীম ওসমানের নেতৃত্বে লাখো জনতা মিছিল, আড়াইহাজার পৌরসভার চেয়ারম্যান সুন্দর আলী ২০ থেকে ২৫ হাজার, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ৩০ থেকে ৩৫ হাজার, নজরুল ইসলাম বাবু গুণে গুণে ২০ হাজার লোক নিয়ে যাওয়ার কথা জানান।

অন্যদিকে শামীম ওসমানের প্রস্তুতির বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, জননেতা একেএম শামীম ওসমানের নির্দেশে ছাত্রলীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য জেলার তুলনায় আমাদের উপস্থিতি বেশি থাকবে সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সব বাসে শহরের নেতা-কর্মীরা ও সিদ্ধিরগঞ্জের ট্রাকগুলো নিয়ে নেতা-কর্মীরা ঢাকায় যাবেন। পাশাপাশি অনেকেই নিজ উদ্যোগে ঢাকার এই মহাসমাবেশে উপস্থিত হবেন।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পদপ্রত্যাশী সাফায়েত আলম সানি জানান, শামীম ওসমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশস্থলে হাজির হবেন। আমরা সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু জানান, রেকর্ডসংখ্যক নেতাকর্মীদের ঢাকায় নেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে। শত শত বাস ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। আশা করছি স্মরণকালের সবচেয়ে বড় মিছিল নিয়ে আমরা ঢাকায় যেতে পারবো। নেতাকর্মীদের ঢাকায় নিয়ে যাওয়ার জন্য আমরা ৩০০টি বাস এবং ২০০টি ট্রাক ভাড়া করেছি। যানবাহন সংকটের কারণে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। তাই পাশাপাশি চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের টার্গেট শামীম ওসমানের নেতৃত্বে সবচেয়ে বড় মিছিল নিয়ে ঢাকায় সমাবেশে অংশগ্রহণ করা।

Islams Group
Islam's Group