নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ফতুল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় রিজভী ছাড়াও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুর বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারসহ ৩৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, অবরোধের প্রথম দিনে মঙ্গলবার ভোর সকাল ৬টার দিকে ভূইগড় এসবি গার্মেন্টসের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা।
মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে, মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রুহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। একপর্যায়ে সড়কের দুই পাশে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন বিএনপির নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :