News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

আড়াইহাজারে রিজভী গিয়াস আজাদসহ আসামী ৬০


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৬:৫৩ পিএম আড়াইহাজারে রিজভী গিয়াস আজাদসহ আসামী ৬০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশকে কুপিয়ে হত্যাচেষ্টা, গাড়ি ভাংচুর, সড়কে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) পুলিশ হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আরও আসামি করা হয়েছে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েলসহ ৬০ জন নেতাকর্মীকে।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন রাকিব হাসান, মোশাররফ হোসেন, আবু কালাম, শাহ জালাল, মোহন, সাব্বির আহমেদ, শান্ত, সায়েদ, তুষার, নয়ন।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্ব জামায়াত বিএনপির নেতারা পুলিশকে হত্যাচেষ্টা, গাড়ি ভাংচুর, সড়কে অগ্নিসংযোগ করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বিএনপি নেতা রিজভীকে হুকুমের আসামি করে ৬০ জনের নামে মামলা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখীতে বিএনপির অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হন।

Islams Group
Islam's Group