News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

সাবেক ছাত্রদল নেতা মাসুমের বাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৫:৫৮ পিএম সাবেক ছাত্রদল নেতা মাসুমের বাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুমের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রূপগঞ্জ থানা এলাকায় আবু মাসুমের বাড়িতে হামলা চালানো হয়। এসময় বাড়ির গেট ভেঙে প্রবেশ করে ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগীর দাবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল এই হামলা চালায়।

প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, মাসুমের বাড়ির গেটে হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে ব্যাপক আঘাত করছে। লাঠিসোঁটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করছে হামলাকারীরা। তবে ঘটনার সময় মাসুম বাড়িতে উপস্থিত ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। বাদ যায়নি টয়লেটের কমোডিও। এছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

এবিষয়ে আবু মাসুম বলেন, এভাবে বাড়িঘর ভাংচুর, লুটপাট হয় আমার জনমে আমি দেখি নাই। যেন মহাপ্রলয়। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মাসুম টাকির নেতৃত্বে এই হামলা হয়। হামলাকারীরা রূপগঞ্জ থানা ভবনের কম্পাউন্ডে মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি রেখে জয়বাংলা শ্লোগানের মাধ্যমে মিছিল নিয়ে আমার বাসায় উপস্থিত হয়ে ভাংচুর ও লুটপাট চালায়। প্রায় ২৫-৩০ রাউন্ড গুলি ও বোমা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্কিত করে তোলে। আমার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটপাট ও ভাংচুর চালায়।

তিনি আরও বলেন, ‘গত দুই দিন অবরোধের সমর্থনে আমি রূপগঞ্জে বেশ কিছু কর্মসূচি পালন করেছি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী আমার বাড়িতে হামলা চালায়। বাড়ির গেট ভেঙে দোতালা বাড়ির পুরো অংশে তা-ব চালিয়েছে। আমার অন্তত ৩০ লাখ টাকার সম্পত্তি ক্ষতি করেছে। আমি পুলিশের গ্রেপ্তারি এড়াতে বাড়িতে থাকি না, সেটা জেনেও শুধু আমার পরিবারকে নির্যাতন করতে এই হামলা চালিয়েছে।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ বলেন, ‘আবু মাছুম খুবই হিংস্র এবং সন্ত্রাসীমূলক চরিত্রধারী ছাত্রদলের একজন নেতা। তার দলের ভেতরে তাকে নিয়ে অনেক কোন্দল রয়েছে। সেই কোন্দলকে কেন্দ্র করে তারা নিজেরাই ঝগড়া-বিবাদ সৃষ্টি করে বাড়ি ভাঙচুর করতে পারে। অথবা তারা নিজেরাই ভাঙচুর করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করার চেষ্টায় এ ধরনের আত্মঘাতী কাজ করতে পারে।’

রিয়াজ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ তথা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ শান্তিতে বিশ্বাসী, আমরা জনগণকে শান্তিতে এবং সহযোগিতা করতে সর্বদাই প্রস্তুত আছি, ছিলাম, থাকব। কোনো বিএনপি-জামায়াতের অপশক্তি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগকে প্রতিহত করতে পারবে না।’

ঘটনা শোনার পরপরই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন। তিনি বলেন, ‘থানার পাশে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে রূপগঞ্জ থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Islams Group
Islam's Group