News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

কর্মীর গালে গিয়াসের চড়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ১১:৩৪ পিএম

আপাদমস্তক রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জে পরিচিত জেলা বিএনপির বর্তমান সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। তবে নতুন এক ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি। সবশেষ ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিছিলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন গিয়াস। এছাড়া মেজাজ হারিয়ে এক কর্মীকে চড় মারেন তিনি যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীদের মতে, জেলা বিএনপির সভাপতি ও সাবেক একজন এমপির নিকট এমন আচরণ কখনো কাম্য নয়। শৃঙ্খলা ফেরাতে তিনি নেতাকর্মীদের সর্বোচ্চ ধমক দেওয়ার অধিকার রাখেন। কিন্তু সে কারণে কারো গায়ে হাত তোলা তা রাজনৈতিক শিষ্টাচার বহিভর্ূূত হিসেবে গণ্য হয়। এদিকে জেলা বিএনপির মিছিলে গিয়াসের এমন আচরণে হতবাক হয়েছেন নেতাকর্মীরাও।

উপস্থিত নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার ১৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকার মতিঝিলের নটরডেম কলেজের সামনে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ে মিছিলটি শুরু হয়ে মহাসমাবেশের দিকে অগ্রসর হলে কিছু সংখ্যক নেতাকর্মী মিছিলের সামনে চলে আসেন এবং কয়েকজন ব্যানারের সামনে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এসময় তাদেরকে বারবার ব্যানারের পেছনে আসতে বলার পরও কথা গ্রাহ্য না করায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন মিছিল থেকে বেরিয়ে আসে নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একসময় মেজাজ হারিয়ে সামনে তেড়ে গিয়ে এক কর্মীকে চড় মেরে বসেন গিয়াস উদ্দিন। এসময় তার পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর মিছিলটি পুনরায় অগ্রসর হয়ে মহাসমাবেশে উপস্থিত হয়। এর আগে জেলা বিএনপির কোনো কর্মসূচিতেই নেতাকর্মীদের প্রতি গিয়াসকে এমন রূঢ় আচরণ করতে দেখা যায় নি। পাশাপাশি নারায়ণগঞ্জের রাজনীতিতে তিনি শান্ত ও ঠান্ডা মেজাজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। কিন্তু আজকের এই বিতর্কিত ঘটনায় তার ব্যক্তিগত ইমেজ নষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে গিয়াসের উপর।

Islams Group
Islam's Group