News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
স্বেচ্ছাসেবক লীগ

শামীম আইভীর প্রার্থীরাই কমিটিতে!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ১১:০৯ পিএম শামীম আইভীর প্রার্থীরাই কমিটিতে!

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ দেশের একাধিক জেলা মহানগরের কমিটি ঘোষণা আসছে সেপ্টেম্বরের শেষের দিক। এরই মধ্যে ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রার্থীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। এখন শুধু যারা জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিল, তাদের নির্ধারিত স্থানে সিদ্ধান্ত নেয়া হবে।

একাধিক সূত্রে জানা গেছে, সকল প্রার্থীদের নিয়ে আংশিক কমিটি না, সভাপতি ও সাধারণ সম্পাদকের কমিটি ঘোষণা নেয়া হতে পারে। সকল কিছু নির্ধারনের জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে সকল প্রার্থীদের এককভাবে তলব করা হবে জানা গেছে।

২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে মাঠে না থাকার অভিযোগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়। স্বেচ্ছাসেবক লীগের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের নির্দেশে শাস্তিমূলকভাবে এই বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে শামীম ওসমান ও মেয়র আইভী গ্রুপে বিলুপ্ত কমিটি ও একাধিক সাবেক ছাত্রলীগ নেতারা স্বেচ্ছাসেবক লীগ কমিটিতে ঠাঁই নেয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। গত বছরের ডিসেম্বর মাস থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত উপজেলা, থানা ও ওয়ার্ড কমিটি সম্মেলন শুরু হয়। এতেও এমপি শামীম ওসমানের গ্রুপের কর্মীরা সম্মেলনের প্রস্তুত কমিটিতে চাহিদা পদ লাভ করে।

২৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত সদর থানা, ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত ১০, ১১, ১২নং ওয়ার্ড, ২৬ ফেব্রুয়ারি ১৩, ১৪, ১৫ ওয়ার্ড এবং ২৭ ফেব্রুয়ারি ১৬, ১৭, ১৮নং ওয়ার্ড সম্মেলন করা হয়। এর পর মার্চ মাসে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড ও জুলাই মাসে বন্দরের ৯টি ওয়ার্ড সম্মেল করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হন ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ছগির আহম্মেদ, মোস্তাফিজুর রহমান মাসুম ও ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হক শরিফ। সাধারণ সম্পাদক প্রার্থী হন সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন ও জামির হোসেন রনি। তাদের মধ্যে ছগির এমপি শামীম ওসমানের অপরদিকে রনি মেয়র আইভী অনুসারী হিসেবে পরিচিত।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হন সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাদিম আহম্মেদ, মিল্টন, মারুফুর ইসলাম মহসিন। সাধারণ সম্পাদক প্রার্থী হন সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, তাহের উদ্দিন আহম্মেদ সানি ও কায়কোবাদ রুবেল।

৩১ জুলাই সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এমপি শামীম ওসমান, এমপি নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক নেতা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। সেখানে ওই সব নেতাদেরই আবারো পুনবহাল রাখবে, এমন কোথাও হয়নি। আগামীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কে কাক্সিক্ষত পদ পাচ্ছে, অপেক্ষা করতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে এমপি শামীম ওসমান ও মেয়র আইভীর অনুগত প্রার্থীরাই পাচ্ছে জেলা ও মহানগরের নেতৃত্ব।

Islams Group
Islam's Group